Divisional Committee Election 2021

 

০৪/০৮/২০২১ইং প্রকাশিত বিভাগীয় কমিটি নির্বাচন তপসিল দেখতে ক্লিক করুন

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর বিভাগীয় কমিটি নির্বাচনের লক্ষ্যে ৮ টি বিভাগে অবস্থানরত বা কর্মরত ফিজিওথেরাপি চিকিৎসকগণের নিকট থেকে মনোনয়নপত্র আহবান করা যাচ্ছে।

প্রার্থীকে নিন্মোক্ত শর্তসমূহ অনুযায়ী আবেদনের যোগ্য হতে হবেঃ

১. আগস্ট ২০২১ পর্যন্ত বা তাঁর বেশি মেয়াদে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর সাধারণ সদস্যপদ হালনাগাদ থাকতে হবে।

২. সংশ্লিষ্ট বিভাগে কর্মরত থাকতে হবে।

বিভাগীয় কমিটি’র পদসমূহঃ বিভাগীয় কমিটির মোট পদ সংখ্যা ৭টি (সাত)। পদ সমূহ হল- সভাপতি (১), সহ-সভাপতি (১), সাধারন সম্পাদক (১), কোষাধ্যক্ষ (১), সাংগঠনিক সম্পাদক (১), কার্যনিবাহী সদস্য (২)

মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের নিয়মঃ

১. আগ্রহী প্রার্থীগণ ২১ আগস্ট ২০২১ এর মধ্যে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর প্রধান কার্যালয়ে অফিস এক্সিকিউটিভ জনাব ইব্রাহিম খলিল নাঈম’কে (01789982544, 01878921663) ফোন দিয়ে ই-মেইলের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। মনোনয়নপত্র সংগ্রহের পূর্বে মনোনয়ন ফি জমা দিতে হবে। 

২. মনোনয়ন ফি ২০০০/= (দুই হাজার টাকা মাত্র) বিপিএ এর বিকাশ নাম্বারে (01789982544 পার্সোনাল সেন্ড মানি) প্রদান করবেন। উল্লেখ্য, মনোনয়ন ফি অফেরতযোগ্য।

৩. মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে প্রদানকৃত মনোনয়নপত্র যথাযথভাবে পুরণ করে, মনোনয়নপত্রে বর্নিত সংযুক্তিসহ সকল নথি চূড়ান্তভাবে ২২ আগস্ট ২০২১, রাত ১১.৫৯ মিনিটের পূর্বে This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. এ ই-মেইল করবেন। একজন প্রার্থী শুধুমাত্র একটি মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

৪. ই-মেইলে পাঠানো নথি গ্রহণপুর্বক প্রতি-উত্তর পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে প্রদান করা হবে।

৫. মনোনয়নপত্র গ্রহণের পর তা কমিটির নিকট পাঠানো হবে এবং কমিটির সিদ্ধান্ত ৩০ আগস্ট ২০২১ এর মধ্যে ই-মেইলে জানিয়ে দেয়া হবে।

বিভাগ অনুযায়ী নির্বাচনের তারিখ ও নির্বাচনের বিধি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তবে উল্লেখ থাকে যে, প্রার্থীদের সুবিধা অনুযায়ী ও পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন সিলেকশন পদ্ধতিতে বিভাগীয় কমিটি ঘোষণা করতে পারেন। 

বিভাগীয় কমিটি সম্পর্কিত তথ্য ও জিজ্ঞাসার জন্য যোগাযোগ করুন ডাঃ কে এম এমরান হোসেন, সাংগঠিনিক সম্পাদক, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ), ফোনঃ ০১৭৩৫৬৬১৪৯২

Partnership Organizations